ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে পৌনে ৬ কোটি টাকার ৩১টি সোনার বার জব্দ করেছে বিজিবি । আজ শনিবার (২৬জুলাই) দুপুরে ৫৮ বিজিবির (মহেশপুর ব্যাটালিয়ন) উপ–অধিনায়ক আবু হানিফ মো. সিহানুকের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, শনিবার ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে কুমিল্লাপাড়া বিওপির সদস্যরা সীমান্তের মেইন পিলার ৬০/৭০-আর–এর ৩০০ ফুট বাংলাদেশের অভ্যন্তরে বৃষ্টির মধ্যে সন্দেহভাজন এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেন। বিজিবি টহল দল সেদিকে এগিয়ে গেলে ওই ব্যক্তি তিনটি পোঁটলা ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান।
বিবৃতিতে আরও জানানো হয়, পোঁটলা তিনটি উদ্ধার করে বিওপির কার্যালয়ে নিয়ে এসে খোলা হলে ৩১টি সোনার বার পাওয়া যায়। সেগুলোর ওজন ৪ কেজি ২০৩ দশমিক ১১ গ্রাম। উদ্ধার করা সোনার বারগুলোর বাজারমূল্য ৫ কোটি ৮৩ লাখ ৩ হাজার ৬১৮ টাকা। জব্দের তালিকা তৈরি করে মহেশপুর থানায় জিডি করে উদ্ধারকৃত সোনা জেলা কোষাগারে জমা দেওয়ার প্রস্তুতি চলছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।