ইবিতে আবু সাঈদ স্মৃতি বিতর্ক প্রতিযোগিতা

Site Favicon প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫ ০০:৩৭
A+A-
Reset

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি কতৃক আবু সাঈদ স্মৃতি বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬জুলাই) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নম্বর কক্ষে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. গফুর গাজী। এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী, ইয়াসিরুল কবির সৌরভ।

আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২২ টি বিভাগ অংশগ্রহন করেন। ১ম ও ২য় রাউন্ড শেষে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন আল-ফিকস অ্যান্ড ল, ডেভেলপমেন্ট স্টাডিস, অর্থনীতি, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম, আরবি ভাষা ও সাহিত্য এবং আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগ।

Top Selling Multipurpose WP Theme

বিতর্ক প্রতিযোগিতার আহবায়ক পংকজ রায় বলেন,ইসলামী বিশ্ববিদ্যালয় কতৃক আয়োজিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ এর আহ্বায়ক হিসেবে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মহতী আয়োজনে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমি সত্যিই অভিভূত।
বিতর্ক কেবল যুক্তি-তর্কের এক বুদ্ধিবৃত্তিক অনুশীলন নয়; এটি চিন্তার প্রসার ঘটায়, সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি তৈরি করে এবং ভিন্ন মতকে শ্রদ্ধার সাথে দেখার শিক্ষা দেয়। আমাদের এই প্ল্যাটফর্ম বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে, ন্যায় ও সমতার পক্ষে দাঁড়াতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করবে বলেই আমার বিশ্বাস। আমরা এমন এক সময়ে দাঁড়িয়েছি যখন সমাজের প্রতিটি স্তরে বৈষম্যবিরোধী চেতনাকে আরও শাণিত করা অত্যন্ত জরুরি। ধর্ম, বর্ণ, লিঙ্গ, আর্থ-সামাজিক অবস্থান – কোনো কিছুর ভিত্তিতেই যেন কোনো মানুষ বৈষম্যের শিকার না হয়, সেই লক্ষ্যেই আমাদের এই আয়োজন। বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে আমরা আমাদের প্রজ্ঞা ও যুক্তির শাণিত প্রয়োগ ঘটিয়ে সামাজিক

ইবি/মাওয়াজুর রহমান

আপনার পছন্দ হতে পারে