ইসলামী বিশ্ববিদ্যালয়ে মুজিববাদের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এসময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক এস এম সুইস বলেন, “পুরা বাংলাদেশে এক বছর আগে মুজিববাদকে আমরা তাড়িয়েছিলাম। তারা একবছর পর আবার ফিরে আসার চেষ্টা করতেছে। গোপালগঞ্জে তারা ন্যাক্কারজনক ভাবে হামলা করেছে। এটা যদি কোনো ইসলামী দল হতো তাহলে দেশের বুদ্ধিজীবীরা এটা কে বিভিন্ন জঙ্গি ট্যাগ দিত।
শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে, প্রধান ফটকে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখা সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী, এবং ইয়াসিরুল কবির সৌরভসহ শতাধিক শিক্ষার্থী।
মিছিলে তারা ‘ওয়ান টু থ্রি ফোর, মুজিববাদের কবর খোঁড়’, ‘আবু সাইদের বাংলায়, মুজিববাদের ঠাই নাই’, ‘সারা বাংলায় খবর দে, মুজিববাদের কবর দে’, ‘মুজিববাদ ঘুরে ফেরে, ইন্টেরিম কি করে’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘মুজিববাদের ঠিকানা, এই বাংলায় হবেনা’, ‘মুজিববাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ’ ইত্যাদি স্লীগান দেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখা সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘আমরা আগে বলেছিলাম ইসলামী বিশ্ববিদ্যালয় কে মুজিববাদ কে প্রোমোট করা যাবে না। কিন্তু এখনো এ ব্যাপারে কোনো পদক্ষেপ দেখিনি।
এ সময় তিনি আরো বলেন, বর্তমান যে রুটিন ভিসি দায়িত্ব পালন করেছেন তিনি কী পদক্ষেপ নিচ্ছেন আমরা তা জানতে চাই। মেইনগেইট দিয়ে ঢুকলেই আমরা মুজিববাদের নিদর্শন দেখতে পাই। আপনারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য ২০ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। আপনারা ২০২৪ সালে গনহত্যা চালিয়েছেন। আপনাদের মাঝে নুন্যতম অনুশোচনা নেই। আপনারা এরকম থাকতে চাইলে আপনাদের বিশ্ববিদ্যালয়ে আসার দরকার নেই। আপনারা যদি অপতৎপরতা চালাতে থাকেন তাহলে আপনার কর্মকর্তা, শিক্ষক পরিচয় আমরা দেখব না।আপনাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।’
ইবি/ মাওয়াজুর রহমান