রাজধানীর মাইলস্টোন কলেজে বিমান দূর্ঘটনায় রাবি গণতান্ত্রিক ছাত্রজোটের বিক্ষোভ

Site Favicon প্রকাশিত: ২২ জুলাই ২০২৫ ২২:৩৮
A+A-
Reset

রাজধানীর মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক ছাত্র জোট। মঙ্গলবার (২২জুলাই) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে কর্মসূচি পালিত হয়।

সমাবেশে ছাত্রনেতারা বলেন, বিমান দূর্ঘটনাটি রাষ্ট্রের কাঠামোগত হত্যাকাণ্ড। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর ও ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে । তাছাড়া ঘটনার দায়ভার কাঁধে নিয়ে বিমান বাহিনীর প্রধানকে পদত্যাগ করতে হবে।

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, আমরা দেশকে সংস্কার করতে ইউনুস সরকারকে ক্ষমতায় বসিয়েছি। কিন্তু তাঁকে সে অনুযায়ী কোনো পদক্ষেপ নিতে দেখিনি। গতকাল যে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হলেও সেটি বাংলাদেশে ঘনবসতি এলাকায় সামরিক মহরা দেয়। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে চীনকে খুশি করার জন্য বিমানটি কেনা হয়েছিল। ঘটনার সুষ্ঠু তদন্ত করে নিহত ও আহতদের ক্ষতিপূরণ দিতে হবে। তবে তা রাষ্ট্রীয় কোষাগার থেকে দিতে হবে, কোনো অনুদান বা এনজিও থেকে নয়।

বিপ্লবী ছাত্রমৈত্রীর সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আলিফ বলেন, গতকালের ঘটনা নতুন নয় এর আগেও এমন বহু ঘটনা ঘটেছে। এগুলো রাষ্ট্রের কাঠামোগত হত্যা। দেশের নাগরিক এখন কোথাও নিরাপদ নয়। এই মর্মান্তিক ঘটনায় লাশের সংখ্যা ধামাচাপা দিয়ে ঘটনা লঘু করার চেষ্টা করা হচ্ছে। পাকিস্থান আমল থেকে শুরু করে এদেশের জনগণ তাদের রক্ত দিয়ে বিভিন্ন শাসককে ক্ষমতায় বসিয়েছে। কিন্তু সেই শাসকরা ক্ষমতায় গিয়ে জনগণের রক্তের সাথে বেইমানি করেছে।

Top Selling Multipurpose WP Theme

ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার বলেন, কালকের ঘটনার পিছনে বিমান বাহিনী ওতোপ্রোতোভাবে জড়িত। এই ঘটনার দায়ভার কাঁধে নিয়ে নির্লজ্জ বিমান বাহিনীর প্রধান কে পদত্যাগ করতে হবে। তাছাড়াও শোকাহত পরিবার যেখানে সন্তানদের খুজতে ব্যস্ত সেখানে সেনাবাহিনী তাদের উপর লাঠিচার্জ করে। এজন্য সেনাবাহিনীকে রাষ্ট্রের কাছে ক্ষমা চাইতে হবে।

এসময় ছাত্র ইউনিয়নের সভাপতি (একাংশ) রাকিব হোসেন, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের আহ্বায়ক তারেক আশরাফ, পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক শামীন ত্রিপুরা, ছাত্র ইউনিয়নের সাবেক আহ্বায়ক জান্নাতুল নাঈম , সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সদস্য মারুফ হাসান জিসান, বিপ্লবী ছাত্রমৈত্রীর সদস্য আল আশরাফ রাফি ও ছাত্র ইউনিয়নের সদস্য আবদুল্লাহ আল আমিন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর এফটি-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল এন্ড কলেজের একটি ভবনের উপর বিধ্বস্ত হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় পাইলট, একজন শিক্ষক এবং ৩১ জন নিহত এবং শতাধিক আহত হন।

রাবি/মাইনুল ইসলাম রাজু

Top Selling Multipurpose WP Theme

আপনার পছন্দ হতে পারে