উত্তরায় কাঠামোগত হত্যাকাণ্ড এবং শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার বিচার দাবি

Site Favicon প্রকাশিত: ২২ জুলাই ২০২৫ ২০:৩৬ আপডেট করা হয়েছে: ২২ জুলাই ২০২৫ ২০:৫৯
A+A-
Reset

রাজধানী উত্তরায় বিমান দুর্ঘটনায় মাইলস্টোনের শিক্ষার্থীদের ৬ দফা দাবির সঙ্গে সংহতি জানিয়ে, কাঠামোগত হত্যাকাণ্ড ও শিক্ষার্থীদের ওপর সেনা/পুলিশি হামলার বিচারের দাবিতে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার রাত আটটার দিকে নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে মশাল মিছিল বের করেন তারা। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে বটতলা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা।

মিছিল শেষে নৃবিজ্ঞান বিভাগের ৫২ তম ব্যাচের শিক্ষার্থী আনিকা তাবাসসুম ফারাবী বলেন, গতকাল উত্তরায় যে ঘটনা আমাদের দেখতে হয়েছে এর চেয়ে দুঃখের, ট্রমাটিক আর কিছু হতে পারেনা একটা দেশের মানুষের জন্য। ক্লাস থ্রি, ফোরের বাচ্চারা পুড়ে একটার সাথে আরেকটা গলে লেগে আছে। আমার সবচেয়ে অবাক লাগে, এমন একটা ঘটনার পর একজন দেশনেতা ভিডিও বার্তা দেয়, কিছু ত্রাণ সাহায্য চায়, মানে একটা মানুষের লজ্জা থাকা উচিত। একটা মানুষের বোঝা উচিত এরকম একটা ঘটনার এরকম রেসপন্স হতে পারে না।

আপনার পছন্দ হতে পারে