জুনিয়রদের সঙ্গে ‘অসৌজন্যমূলক’ আচরণের অভিযোগে সিনিয়রদের ক্লাস-পরীক্ষা স্থগিত

Site Favicon প্রকাশিত: ২১ জুলাই ২০২৫ ১৬:২৪
A+A-
Reset

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সঙ্গে ‘অসৌজন্যমূলক’ আচরণের অভিযোগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সকল ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ সোমবার (২১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোসাঃ শামসুন্নাহার।

জানা যায়, গত ১৬ জুলাই লোক প্রশাসন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের সাথে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা পরিচয় পর্বের নামে ‘অসৌজন্যমূলক’ আচরণ করেন। তখন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ প্রক্টরিয়াল বডির তিনজন উপস্থিত হয়ে হাতেনাতে ধরেন। পরবর্তীতে বিষয়টি বিভাগকে জানানো হয় প্রক্টরিয়াল বডি থেকে। সেই প্রেক্ষিতে গতকাল (২০ জুলাই) লোক প্রশাসন বিভাগের ১৯১ তম অ্যাকাডেমিক মিটিংয়ে অভিযুক্ত ব্যাচের ক্লাস-পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর একটি চিঠি প্রদান করা হয়েছে।

এবিষয়ে লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোসাঃ শামসুন্নাহার বলেন, ‘প্রক্টরিয়াল বডি থেকে আমাদের কাছে একটি অভিযোগ এসেছিল ১৮ ব্যাচ (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) ১৯ ব্যাচের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন। আমি র‍্যাগিং শব্দটি বলছি না কারণ প্রাথমিকভাবে আমরা বুঝতে পারি যে ওদের সাথে (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে। দুই ব্যাচের শিক্ষার্থীদেরকেই আমরা ডেকেছিলাম। এছাড়া প্রশাসনকেও জানানো হয়েছে। প্রশাসনের সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত ১৮ ব্যাচের ক্লাস-পরীক্ষা স্থগিত থাকবে।’

Top Selling Multipurpose WP Theme

‘অসৌজন্যমূলক আচরণ’ বলতে কী বোঝাচ্ছেন- এমন প্রশ্নে তিনি বলেন, ‘ঘটনার সময় প্রক্টরিয়াল বডি উপস্থিত ছিলো। এটির ব্যাখ্যা উনারা ভালো দিতে পারবেন। সিনিয়র ব্যাচ হিসেবে পরিচয় হওয়া একটি বিষয়। কিন্তু সেখানে শুধু পরিচয় হওয়াটাতে সীমাবদ্ধ ছিলো না। যার জন্য আমাদের একটা সিদ্ধান্ত নিতে হয়েছে।’

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বলেন, ‘আমরা হাতেনাতে ধরে বিভাগকে জানাই। বিভাগ থেকে দ্রুত সিদ্ধান্ত নিয়েছে এজন্য ধন্যবাদ। বাকিটা প্রশাসন দেখবে।’

‘অসৌজন্যমূলক আচরণ’ বলতে কী বোঝাচ্ছেন- এমন প্রশ্নে প্রক্টর বলেন, ‘এটি ওয়ান কাইন্ড অব র‍্যাগিং।’

আপনার পছন্দ হতে পারে