ববির প্রক্টর হিসেবে পুনরায় নিয়োগ পেলেন ড.রাহাত হোসেন

Site Favicon প্রকাশিত: ২১ জুলাই ২০২৫ ১৫:৩৯ আপডেট করা হয়েছে: ২১ জুলাই ২০২৫ ১৫:৩৯
A+A-
Reset

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রক্টর (ভারপ্রাপ্ত)হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড.রাহাত হোসেন ফয়সাল।

আজ  সোমবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড.মো:মুহসিন উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১৮  জুলাই গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোহাম্মদ সাখাওয়াত হোসেন কে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ দিয়ে  বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু নিয়োগের পর পরই ড.সাখাওয়াত হোসেন কে নিয়ে বিভিন্ন বিতর্ক সৃষ্টি সেই বিজ্ঞপ্তি বাতিল করা হয়।

উল্লেখ্য, এর আগেও বিশ্ববিদ্যালয়টির প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেন ড.রাহাত হোসেন ।কিন্তু গতবছরের ২৭ই জুলাই বুধবার অসুস্থতার কারন দেখিয়ে তিনি পদত্যাগ করেন।

Top Selling Multipurpose WP Theme

 

আপনার পছন্দ হতে পারে