ববি কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘জুলাই কর্নার’ উদ্বোধন

Site Favicon প্রকাশিত: ২১ জুলাই ২০২৫ ১৫:৩১
A+A-
Reset

জুলাইয়ের স্মৃতি ধরে রাখার উদ্দেশ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘জুলাই কর্নার’ উদ্বোধন করা হয়েছে। কর্নারটিতে জুলাই অভ্যুত্থান বিষয়ক বই, ম্যাগাজিন, সংবাদপত্র, স্মৃতিচারণ এবং ঐতিহাসিক দলিল সংযুক্ত করা হয়েছে।

আজ সোমবার (২১ জুলাই) সকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম কেন্দ্রীয় গ্রন্থাগারে লাল ফিতা কেটে কর্নারটির উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ এবং শিক্ষার্থীরা যেন জুলাই সম্পর্কে জ্ঞান আহরণ করতে পারে, সেজন্য ‘জুলাই কর্নার’ স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম, সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল ইসলাম (কোস্টাল স্টাডিজ বিভাগ), সহযোগী অধ্যাপক রাহাত হোসেন ফয়সাল (কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ), সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার (বাংলা বিভাগ) এবং লাইব্রেরিয়ান কাজী মো. জোহিরুল ইসলাম।

এ বিষয়ে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের আয়োজনে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ‘জুলাই কর্নার’ উদ্বোধন করা হয়েছে। এই কর্নার থেকে বর্তমান ও পরবর্তী প্রজন্মের শিক্ষার্থীরা জুলাই মাসে সংঘটিত ঘটনাগুলো সম্পর্কে জানতে পারবে। জুলাই কর্নার বাস্তবায়নে লাইব্রেরিয়ানসহ সংশ্লিষ্ট সবাই সার্বিক সহযোগিতা করেছেন। আমি সবাইকে এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।”

Top Selling Multipurpose WP Theme

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের স্মৃতিতে সারাদেশে নানা কর্মসূচি পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

 

আপনার পছন্দ হতে পারে