রাবিতে অর্থনৈতিক ‘বিপ্লবে’ তরুণদের অংশগ্রহণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Site Favicon প্রকাশিত: ২০ জুলাই ২০২৫ ২০:২২
A+A-
Reset

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘বিপ্লবে’ তরুণদের অংশগ্রহণ  শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২০ জুলাই) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ইন্সটিটিউট অব কোয়ালিটি অ্যাসুরেনসের (আইকিউএসসি) উদ্যোগে আয়োজিত Empowering Youth or Economic Revolution   শীর্ষক এ সেমিনারে অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব, উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান এবং অধ্যাপক মাঈন উদ্দিন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মাসুমা হাবিব, ইউজিসির স্ট্রাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি এস্যুরেন্স ডিরেক্টর ড. দূর্গা রানী সরকার, এসপায়ার টু ইনোভেট (এ টু আই) এর প্রজেক্ট ডিরেক্টর রাশিদুল মান্নাফ কবির প্রমুখ।

অধ্যাপক মাসুমা হাবিব বলেন, ‘আমরা দুই ধরনের স্বপ্ন দেখি। এক ধরনের স্বপ্ন আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি, আরেকটা ধরনের স্বপ্ন যেটা আমাদের ঘুমাতে দেয় না। ঘুমাতে দেয় না এই স্বপ্নটাই তোমাদের আকড়ে ধরতে হবে। নিজের স্কিলের গ্যাপটুকু খুঁজে বের করো, তারপর সেটা পূরণ করো। আর সবসময় নিজেকে ভালোবাসতে হবে। এই জেনারেশনের একটা বিষয় খেয়াল করি সবসময় তোমরা হীনমন্যতায় থাকো। তোমাদের মধ্যে এত এত সম্ভবনা সেটাকে অনুভব করো। এভাবে চিন্তা করবে, সৃষ্টিকর্তা সবাইকে সেরা করে বানিয়েছেন। সবার মধ্যেই প্রতিভা আছে। শুধু সেটাকে ফুটিয়ে তুলো।’

উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এর সুযোগটা একটা জাতি অন্তত একশো বছর পরপর পায়। এই মুহুর্তে আমরা সেই সময়ের মধ্যে আছি। খেয়াল করলে বুঝা যাবে কয়েক দশক আগে এই দেশে যে পরিমাণ শিশু মৃত্যুহার ছিল তাতে ওই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা পাওয়া সম্ভব ছিল না। আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার কমছে এবং গড় আয়ু বাড়ছে। তারমানে কয়েক যুগ পরে আমাদের বয়োবৃদ্ধের হারটা কয়েক গুণ বেড়ে যাবে। তারমানে এই মুহুর্তে যে সময়ে বাস করছি সেটা জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ সময়। এখন থেকে সামনের ২০ বছর যদি বাংলাদেশ ধরতে পারে তাহলে দেশের অগ্রগতিকে ঠেকিয়ে রাখার কোনো উপায় নেই। কিন্তু এই সময়টা মিস করলে বাংলাদেশের এগিয়ে যাওয়াটা অসম্ভব হয়ে যাবে।

Top Selling Multipurpose WP Theme

জাতীয় এই সেমিনারে অন্তত ১১৮ টি টিম তাদের বিজনেস প্ল্যানিং সাবমিট করে। এর মধ্যে ৩টি দল বিজয়ী হয়েছে। প্রথম দল প্রাইজমানি পেয়েছে ৫০ হাজার টাকা, প্রথম রানার্সআপ পেয়েছে ২০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার্সআপ দল পেয়েছে ৩০ হাজার টাকা পুরস্কার।

সেমিনারের দ্বিতীয় সেশনে বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই শিক্ষার্থী সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের অভিমত ব্যক্ত করেন।

আইকিউএসসির সহকারী পরিচালক ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক কামাল উদ্দিনের সঞ্চালনায় সেমিনারে দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

Top Selling Multipurpose WP Theme

আপনার পছন্দ হতে পারে