বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সাংবাদিক ও সমাজসেবিকা সাবিনা ইয়াসমিন পুতুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) রাত ৯টা ৪০ মিনিটে নবীনগর থানার পুলিশ তাকে নিজ বাসভবন থেকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার অভিযান চালানো হয়। যদিও অভিযোগের পূর্ণ বিবরণ প্রকাশ করা হয়নি, তবে পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সাবিনা ইয়াসমিন পুতুল নবীনগরের একজন পরিচিত সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত এবং পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে আলোচনায় আসেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তদন্ত চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছে না।’