হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন ১৭ বছরের ফারহান

Site Favicon প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫ ১৮:৩৯ আপডেট করা হয়েছে: ১৯ জুলাই ২০২৫ ১৮:৩৯
A+A-
Reset

মাত্র ১৭ বছর বয়সে হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন ইংলিশ অফ স্পিনার ফারহান। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বিশ্বের কনিষ্ঠতম বোলার হিসাবে এই কীর্তি গড়লেন তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেট হোক বা টি-টোয়েন্টি, ফারহানের স্পিনে রীতিমতো দিশেহারা ল্যাঙ্কাশায়ারের ব্যাটাররা। গতকাল শুক্রবার ভাইটালিটি ব্লাস্টের ম্যাচে ল্যাঙ্কাশায়ারের মুখোমুখি হয়েছিল নটিংহ্যামশায়ার। এই ম্যাচে ২৫ রানে ৫ উইকেট নিয়েছেন তরুণ এই স্পিনার। করেছেন হ্যাটট্রিকও।

ফারহানের স্পিনের সামনে ফিল সল্ট, জস বাটলারদের মতো ক্রিকেটারও সুবিধা করতে পারেননি। ল্যাঙ্কাশায়ারের ইনিংসের ২০তম ওভারের শেষ তিন বলে ফারহান পর পর আউট করেছেন লুক উড, টম অ্যাসপিনওয়াল এবং মিচেল স্ট্যানলিকে। নটিংহ্যামশায়ারের প্রথম বোলার হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করার রেকর্ড গড়েছেন ফারহান।

তাতে ১২৬ রানেই শেষ হয়ে যায় ল্যাঙ্কাশায়ারের ইনিংস। জবাবে ১৫.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নটিংহ্যামশায়ার।

Top Selling Multipurpose WP Theme

গত মৌসুমে ১৬ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ফারহানের। প্রথম আসরেই নজর কাড়েন। ইংল্যান্ডের কনিষ্ঠতম বোলার হিসাবে প্রথম শ্রেণির ম্যাচে ১০ উইকেট নেন তিনি। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষেই এই কীর্তি গড়েছিলেন তিনি।

আপনার পছন্দ হতে পারে