শুটিংয়ে গুরুতর আহত শাহরুখ খান, নেওয়া হচ্ছে আমেরিকায়

Site Favicon প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫ ১৮:১১ আপডেট করা হয়েছে: ১৯ জুলাই ২০২৫ ১৮:১২
A+A-
Reset

আসন্ন ‘কিং’ সিনেমার শুটিং চলাকালিন গুরুতর চোট পেলেন সুপারস্টার শাহরুখ খান। সূত্রের খবর, পেশিতে আঘাত পেয়েছেন নায়ক। এ ঘটনার পর তাৎক্ষনিকভাবে বন্ধ করা হয়েছে সিনেমার শুটিং।

এই মুহূর্তে চিকিৎসার জন্য তড়িঘড়ি আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে শাহরুখকে।  সেখানে একটি হাসপাতালে তাকে চিকিৎসা করা হবে।

জানা গেছে, মুম্বাইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন শাহরুখ। সেখানেই স্টান্ট করার সময় চোট পান। কিন্তু শরীরের কোথায়, কতটা আঘাত পেয়েছেন, তা প্রকাশ্যে আনা হয়নি। শাহরুখের টিমের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বিবৃতিও দেওয়া হয়নি এখনও।

যদিও কানাঘুষো, আঘাত খুব গুরুতর নয়। গত কয়েক বছর ধরেই পেশির যন্ত্রণায় ভুগছেন অভিনেতা। মনে করা হচ্ছে সে কারণেই অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় চোটটা বেশি লেগেছে শাহরুখের। সেই আঘাত যেন গুরুতর হয়ে না ওঠে, সে কারণে আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে। চিকিৎসা হবে সেখানেই।

Top Selling Multipurpose WP Theme

অনেকেই বলছেন, সম্পূর্ণ সুস্থ হতে আগামী এক মাস সময় নিতে পারেন শাহরুখ। তারপর পুরোপুরি কাজ করতে পারবেন। তাই ‘কিং’ ছবির পরবর্তী শুটিং শুরু হতে পারে সেপ্টেম্বর অথবা নভেম্বর মাস থেকে।

আপনার পছন্দ হতে পারে