গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর প্রতিটি থানার সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছেন দলটির যুগ্ম সদস্যসচিব ও ঢাকা মহানগর উত্তরের প্রধান সমন্বয়কারী আকরাম হুসাইন।
একই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।
গতকাল বুধবার গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে মশালমিছিল–পরবর্তী এক সমাবেশে বুধবার রাত ৯টার দিকে আকরাম হুসাইন এই ঘোষণা দেন।
এনসিপির যুগ্ম সদস্যসচিব ও ঢাকা মহানগর উত্তরের প্রধান সমন্বয়কারী আকরাম হুসাইন বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, গোপালগঞ্জে যারা হামলা করেছে তাদের সবাইকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে বসবাস করছে। তারা দিল্লি থেকে ষড়যন্ত্র করছে। আর দেশে তাদের সন্ত্রাসীরা তা বাস্তবায়ন করছে। গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী লীগের যত সন্ত্রাসী রয়েছে, অতিসত্বর তাদের গ্রেপ্তার করতে হবে।’