159
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের (একাংশ) ৩৩ তম সম্মেলনের দ্বিতীয়দিনে গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উদযাপন ও ফ্যাসিবাদবিরোধী কনসার্ট শীর্ষক অনুষ্ঠানে আসছেন ফারজানা ওয়াহিদ সায়ান।
আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিতব্য এ কনসার্টে তিনি যোগ দেবেন বলে জানা গেছে।
ছাত্র ইউনিয়নের তিন দিনব্যাপী অনুষ্ঠানের আজ দ্বিতীয় দিন। এর আগে গতকাল বুধবার প্রথমদিন এ সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন আদিবাসী নেতা মাইকেল চাকমা।
এছাড়া কনসার্টটিতে আরও গান পরিবেশনা করবেন বাংলা ফাইভ, আরিফ বাউল, ভাটিয়াল শহুরে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নবীন কিশোর গোস্বামী ও তানভীর ধ্রুব।