জাবি অ্যাডভেঞ্চার সোসাইটির নতুন কমিটি ঘোষণা

Site Favicon প্রকাশিত: ১২ জুলাই ২০২৫ ২২:২৫
A+A-
Reset

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাডভেঞ্চার সোসাইটির (জুয়াস) নতুন কমিটি ঘোষণা করে হয়েছে। এতে সভাপতি হয়েছেন চারুকলা বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী রফিকুল ইসলাম মুন এবং সাধারণ সম্পাদক হয়েছেন আইন ও বিচার বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী তাসনিম হাসান। এ ছাড়া সহ-সভাপতি (এডমিন) হয়েছেন চারুকলা বিভাগের জান্নাতুল ফেরদৌস আনজুম ও সহ-সভাপতি (অপারেশন) মহিমা আফরোজ চারু।

গতকাল শনিবার (১২ জুলাই) রাতে জুয়াস কর্তৃক ২০২৫-২৬ সেশনের জন্য নতুন এ কমিটি ঘোষণা করা হয়। নতুন এ কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন আইন ও বিচার বিভাগের মেহেদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক আইন বিভাগের এস.এইচ. শান্ত, কোষাধ্যক্ষ তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সুমাইয়া মিথি।

মিডিয়া, কন্টেন্ট এন্ড কমিউনিকেশন উইংয়ের সম্পাদক শেখ লোকমান গালিব এবং কার্যনির্বাহী পদে জয়িতা চক্রবর্তী, কাজী সাদুল হক, জান্নাতারা ফেরদৌস বর্ষা।

কর্পোরেট অ্যাফায়ার্স উইংয়ের সম্পাদক ইন্দ্রনীল দাস এবং কার্যনির্বাহী পদে সানজিদা খানম, কে.এইচ.শেখ বিন হাসান, প্রিয়ম চাকমা।

Top Selling Multipurpose WP Theme

স্পোর্টস অ্যান্ডআউটডোর এক্টিভিটিস উইংয়ের সম্পাদক, আনোয়ার হোসেন রুদ্র এবং কার্যনির্বাহী পদে মো.ইমামুল মুরসালিন, মেহজাবিন।
ট্যুর ম্যানেজমেন্ট উইংয়ের সম্পাদক সামিউল ইসলাম এবং কার্যনির্বাহী পদে রনি রায়, সাদিয়া নওরিন স্মৃতি, আফিয়া ফারজানা বুশরা।
ইভেন্ট ম্যানেজমেন্ট উইংয়ের সম্পাদক, ইমদাদুল হক পারভেজ এবং কার্যনির্বাহী পদে সামিন ইসলাম, ফয়সাল আহমেদ।
অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইন্টার্নাল অ্যাফায়ার্স উইংয়ের সম্পাদক অনিন্দিতা মন্ডল দিতা এবং কার্যনির্বাহী পদে মো.মাহফুজুর রহমান শুভ, রুবাইয়া জেবিন তাহমিনা, জান্নাতুন নাহার সিদ্দিকা।
কালচারাল অ্যাফায়ার্স উইংয়ের সম্পাদক তানজীম তামান্না এবং কার্যনির্বাহী পদে মাশরাত তাসনিম প্রাপ্তি, হিমাদ্রি বিশ্বাস।
এছাড়া সাধারণ কার্যনির্বাহী পদে আছেন মো.সিরাজুস সালেকিন, মহিম বিশ্বাস প্রিন্স, হুমায়রা আহসান মালিহা।

কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন সহকারী অধ্যাপক মওদুদ আহমেদ, মিরাজ রহমান খান, মো. রনি হোসাইন, আকলিমা আক্তার, অসিম চন্ত্র রায় এবং সহযোগী অধ্যাপক মোসাব্বের হোসেন।

আপনার পছন্দ হতে পারে