পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামের এক ব্যক্তিকে কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রতিবাদে ও সারাদেশে অব্যাহত চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার রাত দশটার দিকে সন্ত্রাস বিরোধী ঐক্য ব্যানারে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে আবার বটতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা।
বিক্ষোভ মিছিলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ইসলামী ছাত্রশিবির, গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলন, আধিপত্যবাদ বিরোধী মঞ্চ, বিল্পবী সাংস্কৃতিক মঞ্চের নেতা-কর্মীসহ অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মিছিল পরবর্তী সমাবেশটি সঞ্চালনা করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাবি শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব আহসান লাবিব।
আবার যারা আওয়ামীলীগের পুরানো বন্দোবস্ত চালু করতে চায়, আবার চাঁদাবাজি, ধর্ষণ, খুন করতে চাচ্ছে সেই দলকে আমরা বলব, চাঁদাবাজি না করে ভিক্ষা করুন আমরা ভিক্ষা দেব। কিন্তু আমরা আপনাদের জুলুম, নির্যাতন, খুন মেনে নেবনা। প্রয়োজনে আবার রাজপথে নামব।
শাফায়েত মীর, প্লানিং এন্ড ডেভেলপমেন্ট সেক্রেট্রারি, জাবি ছাত্র শিবির
পাথর চাপা দিয়ে হত্যার ঘটনার নিন্দা জানিয়ে সমাবেশে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাবি শাখার মুখপাত্র নাদিয়া রহমান বলেন, আমরা গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বলে দিতে চাই, কোনো ধরনের চাঁদাবাজি, নৃশংসতা এই বাংলাদেশে স্থান হতে দেবনা। গত নয়মাসে বিএনপির দলীয় অন্তকোন্দলের কারণে প্রায় দেড়শত মানুষ প্রাণ হারিয়েছে৷ পুরাতন রাজনৈতিক সংস্কৃতি এই বাংলাদেশে আর হতে দেব না। আপনারা যদি না শুধরান তাহলে হয়তো আগামীতে আপনাদের ক্ষমতায় আসার স্বপ্ন পূরণ হবে কিন্তু কতদিন ক্ষমতায় টিকে থাকবেন সেটা ছাত্র-জনতা আবার ঠিক করে দেবে।
সমাবেশে ইসলামী ছাত্রশিবির বিশ্ববিদ্যালয় শাখার প্লানিং এন্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি শাফায়েত মীর বলেন, হাসিনা সরকারের জুলুম, গুম, খুন, চাঁদাবাজি, নির্যাতনের বিরুদ্ধে আমরা গণ-অভ্যুত্থান ঘটিয়েছি। আবার যারা আওয়ামীলীগের পুরানো বন্দোবস্ত চালু করতে চায়, আবার চাঁদাবাজি, ধর্ষণ, খুন করতে চাচ্ছে সেই দলকে আমরা বলব, চাঁদাবাজি না করে ভিক্ষা করুন আমরা ভিক্ষা দেব। কিন্তু আমরা আপনাদের জুলুম, নির্যাতন, খুন মেনে নেবনা। প্রয়োজনে আবার রাজপথে নামব।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাবি শাখার সদস্য সচিব তৌহিদ সিয়াম বলেন, আমরা আওয়ামীলীগ সরকারের পতনের পর এক শ্রেণির সুশীলকে দেখি যারা গণ-অভ্যুত্থানকে মব বলে চালাতে চায়। কিন্তু নির্দিষ্ট একটি খুনের ঘটনা যেখানে মানুষকে পাথর চাপা দিয়ে হত্যা করা হয়েছে সেটা নিয়ে তাদের কোনো বক্তব্য নাই। বিএনপি যদি এই খুন, রাহাজানির বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে হয়তো সেদিন বেশিদূরে নেই, যে পথে আমরা লীগকে পাঠিয়েছি সেই পথে ফ্যাসিবাদী আমলে আমাদের সহযোদ্ধা বিএনপিকেও সেই পথে হয়তো হাটতে হবে। নতুন বাংলাদেশে আমরা কোনো বিভেদ চাই না, আমরা চাই, আমাদের পার্শ্ববর্তী দেশ যারা আমাদের ওপর আধিপত্য বিস্তার করতে চায় তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ বাংলাদেশ।