কুবিতে জুলাই স্মৃতি মিনার স্থাপনের প্রস্তাব পাটাতনের, প্রস্তুত করেছে নকশাও

Site Favicon প্রকাশিত: ১০ জুলাই ২০২৫ ১৯:১৩
A+A-
Reset

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’ জুলাই বিপ্লবের গৌরবময় ইতিহাসকে স্মরণীয় ও দৃশ্যমান করে রাখতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ‘জুলাই স্মৃতি মিনার’ স্থাপনের আবেদন করেছে। এরইমধ্যে নিজেদের খরচে তৈরি একটি নকশা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেখিয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন পাটাতনের সভাপতি মাসুম বিল্লাহ।

এর আগে, গত ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর জুলাই স্মৃতি মিনার স্থাপনের জন্য একটি আবেদন করে সংগঠনটি। গতকাল মঙ্গলবার নিজ অর্থায়নে জুলাই স্মৃতি মিনারের একটি নকশা তৈরি করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেখিয়েছেন তারা।

এ বিষয়ে পাটাতনের সভাপতি মাসুম বিল্লাহ বলেন, ‘জুলাই বিপ্লবের গৌরবময় ইতিহাসকে স্মরণীয় ও দৃশ্যমান করে রাখতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে একটি স্থায়ী ‘জুলাই স্মৃতি মিনার’ স্থাপন করা প্রয়োজন। যেখানে শহীদ আব্দুল কাইয়ুমসহ জুলাইয়ের সকল শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। এই দাবির বাস্তবায়ন কেবল ইতিহাস সংরক্ষণের মাধ্যমই হবে না, বরং এটা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে ফ্যাসিবাদ বিরোধী, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের চেতনায় উদ্দীপ্ত রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আমাদের দাবি, অতিদ্রুত সময়ের মধ্যে একটি জুলাই স্মৃতিস্তম্ভ দৃশ্যমান হোক৷’

Top Selling Multipurpose WP Theme

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ‘পাটাতনের নকশাটি দেখেছি। যেহেতু আগামীকাল উপদেষ্টা (আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া) মহোদয় আসবেন, কাল একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। পরবর্তীতে নকশার বিষয়টি কর্তৃপক্ষ বিবেচনা করবেন।’

আপনার পছন্দ হতে পারে