একটি সিটের বিনিময়ে মেরুদণ্ড বিক্রি করবেন না : হাসানাত আবদুল্লাহ

ইসলামী বিশ্ববিদ্যালয়

Site Favicon প্রকাশিত: ১০ জুলাই ২০২৫ ১০:১৪ আপডেট করা হয়েছে: ১০ জুলাই ২০২৫ ১০:১৪
A+A-
Reset

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আপনারা সবাই শিক্ষিত মানুষ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া। আপনাদের কাছে অনুরোধ, একটা সিট ও একটু ভালো রেজাল্টের বিনিময়ে নিজের মেরুদণ্ডটাকে বিক্রি করবেন না।

গতকাল বুধবার (৯ জুলাই) দিবাগত রাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জুলাই পথসভা ও পথযাত্রা পালন করেছে জাতীয় নাগরিক পার্টি।

হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, আমি অনেক ছাত্রকে দেখতাম ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ে এ পরিচয় দিতে তাদের মাঝে সীমাবদ্ধতা কাজ করতো, অধিকাংশ শিক্ষার্থী বলতো কুষ্টিয়া ইউনিভার্সিটি । আবার চাকরির ক্ষেত্রে এমনও হয়েছে ভাইবা বোর্ড থেকে কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিকে একটা সর্বোচ্চ মাদরাসা হিসেবে দেখা হইতো। আপনারা সবাই শিক্ষিত মানুষ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। আপনাদের কাছে একটা অনুরোধ করবো। একটা সিটের বিনিময়ে, একটু ভালো রেজাল্টের বিনিময়ে নিজের মেরুদণ্ডটাকে বিক্রি করে দিবেন না।

তিনি বলেন, আমরা আর সেই বাংলাদেশে ফিরতে চাই না, যেখানে ফেসবুকে একটি মতামত দিলে, রাতের বেলা রুম থেকে ডেকে নিয়ে স্ট্যাটাস ডিলিট করানো হতো, না হলে হল থেকে বের করে দেওয়ার হুমকি আসতো।

Top Selling Multipurpose WP Theme

তিনি আরো বলেন, আমরা মাঝে মাঝে বলি আমরা খুব দুঃসময়ে রাজনীতিতে আসছি। কারণ যেই সময়ে আমরা রাজনীতিতে আসছি, এই সময়ে প্রত্যেকটা মোবাইল একেকটা মিডিয়া আমরা মিডিয়াকে চ্যালেঞ্জ করছিলাম? ওদের হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট। আমাদের ১২ হাজার টাকার মোবাইলের সামনে কিন্তু তারা দাঁড়াতে পারে নাই।ওরা আজকে দুঃখ প্রকাশ করে আজকে বিবৃতি দিছে। আমরা একেকটা মানুষ একেকটা মিডিয়া। আমরা একেকটা মানুষ একেকটা সাংবাদিক। আমরা একেকটা মানুষ একেকটা প্রশ্নকর্তা। সুতরাং আমি দুজনের চোখ ফাঁকি দিতে পারবো, ১০ জনের চোখ ফাঁকি দিতে পারবো কিন্তু আপনাদের ১০০ জনের,  ২০০ জনের চোখ ফাঁকি দেওয়ার ক্ষমতা আমার নাই।

এসময় আরো উপস্থিত ছিলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। এছাড়াও ইবি শাখা সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক তানভীর মন্ডল, ইয়াসিরুল কবীর সৌরভ এবং গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।

 

ইনসাইট ঢাকা/ রহমান

Top Selling Multipurpose WP Theme

আপনার পছন্দ হতে পারে