শিক্ষকের বদলি, প্রতিবাদে ইডেনের শিক্ষার্থীদের বিক্ষোভ

Site Favicon প্রকাশিত: ০৯ জুলাই ২০২৫ ০১:১৯ আপডেট করা হয়েছে: ০৯ জুলাই ২০২৫ ০৯:১৮
A+A-
Reset

রাজধানী ঢাকার ইডেন মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনের বদলির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন ওই বিভাগের একদল শিক্ষার্থী।

গতকাল মঙ্গলবার দুপুরে দিকে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরে অধ্যক্ষ আগামীকাল বুধবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আলোচনা করে বিকেলে শিক্ষার্থীদের জানাবেন এমন আশ্বাস দিলে তারা বিক্ষোভ প্রত্যাহার করেন।

বিভাগের কয়েকজন শিক্ষার্থী জানান, সম্প্রতি জাকির হোসেনকে ঢাকার তিতুমীর কলেজে বদলি করা হয়েছে। তবে শিক্ষার্থীরা বলছেন, তাদের বিভাগে বর্তমানে আটজন শিক্ষক রয়েছেন। এরমধ্যে জাকির হোসেনকে বদলি করা হলে শিক্ষকের সংখ্যা দাঁড়াবে সাতজনে। ফলে তারা শিক্ষক সংকটে পড়বেন। বিষয়টি নিয়ে গত সোমবার কলেজের অধ্যক্ষ বরাবর স্বারকলিপি দেন শিক্ষার্থীরা। ওইদিন অধ্যক্ষ শিক্ষার্থীদের বলেছিলেন, মঙ্গলবার তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে জানাবেন। কিন্তু মঙ্গলবার শিক্ষার্থীদের অধ্যক্ষ জানান, তিনি মন্ত্রণালয়ে আলোচনা করতে পারেননি। এর প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন তারা। পরে আগামী বুধবার তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করবেন এমন আশ্বাস দিলে তারা বিক্ষোভ থেকে সরে আসেন।

অধ্যাপক জাকির হোসেনের শিক্ষার্থীদের মাঝে শিক্ষার্থীবান্ধব হিসেবে জনপ্রিয়তা রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে মাস্টার্সের এক শিক্ষার্থী বলেন, জাকির স্যার এমন একজন স্যার যেকোনো প্রয়োজনে স্যারকে পাওয়া যায়। স্যারের সাথে যেকোনো বিষয় শেয়ার করলে তিনি নিজের সন্তানের মত করে সেসব সমাধান করেন। তাছাড়া আমাদের শিক্ষকও সংকট রয়েছে। এমতাবস্থায় স্যারকে বদলি করা হলে আমাদের বিভাগ নানাবিধ সংকটে পড়বেন। ফলে আমরা প্রিন্সিপালের কাছে লিখিত দিয়েছি। তিনি মন্ত্রনালয়ে কথা বলবেন বলে আমাদেরকে জানিয়েছেন।

Top Selling Multipurpose WP Theme

এদিকে মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন উইং এর পরিচালক কাজী মো. আবু কাইয়ুম স্বাক্ষরিত এক চিঠিতে অধ্যাপক জাকির হোসেনকে কারণ দর্শানোর জন্য অনুরোধ করা হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইডেন মহিলা কলেজে নিষিদ্ধ ছাত্রলীগ এবং প্রাইভেট টিউশনের ছাত্রীদের দিয়ে মব ভায়োলেন্স তৈরি করে ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি করে বদলির আদেশ বাতিলের প্রচেষ্টা দীর্ঘ ১৮ বছরের অধিক কর্মকালে নানা অনিয়ম এবং ইতিপূর্বে ২০০৭ সালে ইডেন মহিলা কলেজ থেকে ব্যানবেইসে বদলি করা হলে তখনকার ছাত্রলীগের কর্মীদের দিয়ে মব ভায়োলেন্স তৈরি করে বদলির আদেশ বাতিল করান বলে ছাত্রীদের পক্ষ থেকে আপনার বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে।

এমতাবস্থায়, অভিযোগ প্রতিকার ব্যবস্থা-সংক্রান্ত নির্দেশিকা, ২০০৫ (পরিমার্জিত ২০১৮) মোতাবেক উল্লিখিত অভিযোগ সংশ্লিষ্টতা সম্পর্কিত তথ্য, প্রতিবেদন, কাগজপত্রাদি লিখিত/মৌখিক বক্তব্য যাচাই-বাছাই করার নিমিত্ত আগামী ১৩ জুন আপনাকে মনিটারিং এন্ড ইভ্যালুয়েশন উইং-এ স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত/মৌখিক বক্তরা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

তবে অধ্যাপক জাকির হোসেনকে এই কারণ দর্শানোর চিঠিরও প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, এতোজন শিক্ষার্থী বিক্ষোভ করে সবাই তার টিউশনের ছাত্রী হয়ে গেলেন? যারা আন্দোলন করেছেন তারা বেশিরভাগই ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের আন্দোলনে যুক্ত ছিলেন। এছাড়া তারা জুলাই আন্দোলনেও ছিলেন বলে জানিয়েছেন। কিসের ভিত্তিতে উইং থেকে এমন ঢালাও ট্যাগ দিলেন শিক্ষার্থীদের সেটা তাদের বোধ্যগম্য না।

আপনার পছন্দ হতে পারে