হাবিপ্রবি মেডিকেল সেন্টার সংস্কারে পথে নামল শিক্ষার্থীরা

Site Favicon প্রকাশিত: ০৮ জুলাই ২০২৫ ০৯:৩২ আপডেট করা হয়েছে: ০৮ জুলাই ২০২৫ ১০:৪৩
A+A-
Reset

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মেডিকেল সেন্টারের সংস্কার এবং অনিয়মের বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচি ও মানববন্ধন করেছে ২৪তম ব্যাচের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরেই মেডিকেল সেন্টার থেকে নামমাত্র ও দায়সারা ভাবে চিকিৎসাসেবা পেয়ে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনেক সময় সাধারণ সমস্যা নিয়েও শিক্ষার্থীদের দিনাজপুর সদর হাসপাতাল কিংবা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। প্রায় বারো হাজার শিক্ষার্থীর চিকিৎসাসেবার জন্য মেডিকেল সেন্টারে পর্যাপ্ত জনবল নেই। এছাড়াও জরুরি চিকিৎসাসেবা দেওয়ার জন্য দুটি অ্যাম্বুলেন্স থাকলেও, এর একটি প্রায় আড়াই বছর ধরে অচল অবস্থায় রয়েছে। ফলে একটি অ্যাম্বুলেন্স দিয়েই রোগী পরিবহনের কাজ চলছে।
এসব সমস্যার যৌক্তিক সমাধান এবং একটি আধুনিক, যুগোপযোগী মেডিকেল সেন্টার গঠনের দাবিতে শিক্ষার্থীরা গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন। এরপর বিক্ষোভ মিছিলসহ প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন তারা। মানববন্ধন থেকে মেডিকেল সেন্টার সংস্কারে ৬ দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা—
শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো-
১. মেডিকেলে প্রতিদিন অন্তত ২-৩ জন এমবিবিএস ডাক্তার এবং ৪-৫ জন নার্স নির্ধারিত সময়ে পরপর কর্তব্যরত থাকতে হবে।
২. ছুটির দিনেও পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক ও নার্স উপস্থিত থাকতে হবে।
৩. রোগী পরিবহনের জন্য কমপক্ষে তিনটি সচল অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে।
৪. ডিজিটাল এক্স-রে মেশিনসহ অন্যান্য আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করতে হবে।
৫. প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সামগ্রী শিক্ষার্থীদের বিনামূল্যে সরবরাহ করতে হবে।
৬. ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।

এসময় মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণের জন্য এসেছি। কিন্তু চিকিৎসাসেবা না থাকলে সেই শিক্ষা জীবন সংকটে পড়ে। আমাদের ন্যূনতম স্বাস্থ্যসেবার নিশ্চয়তা দেওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। মেডিকেল সেন্টারটিকে আধুনিক ও কার্যকর হিসেবে গড়ে তোলা এখন সময়ের দাবি।”

আপনার পছন্দ হতে পারে