নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও তরুণদের একটা বড় অংশ মনে করেন আগামী নির্বাচনে বিএনপি সবচেয়ে বেশি ভোট পাবে। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) পরিচালিত সাম্প্রতিক এক জরিপে এমন তথ্য ওঠে এসেছে।
গতকাল রোববার (৬ জুলাই) ‘ইয়ুথ ইন ট্রানজিশন: ন্যাভিগেটিং জবস, এডুকেশন অ্যান্ড চেইঞ্জিং পলিটিকাল সিনারিও পোস্ট জুলাই মুভমেন্ট’ শিরোনামের এই জরিপে ৫ থেকে ৩৫ বছর বয়সী ২ হাজার তরুণের মতামতের ভিত্তিতে এসব তথ্য প্রকাশ করে এই বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান।
জরিপে অংশ নেওয়া তরুণদের ৩৮ দশমিক ৭৬ শতাংশ মনে করেন, আগামী জাতীয় নির্বাচনে শীর্ষে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২১ দশমিক ৪৫ শতাংশ ভোট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ছাড়া ১৫ দশমিক ৮৪ শতাংশ তরুণদের মত নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষে।
সানেমের জরিপে আরও উঠে এসেছে, নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পেলে আওয়ামী লীগ পাবে ১৫ দশমিক শূন্য ২ শতাংশ ভোট।
সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রাইহানের নেতৃত্বে একটি গবেষণা পরিচালিত হয়। গবেষণা দলে আরও ছিলেন একরামুল হাসান, শাফা তাসনিম, এশরাত শারমিন ও নীলাদ্রি নভিয়া নভেলি।