আগামীকাল সোমবার থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার
অধ্যাপক ড. মনজুরুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনে অনার্স ১ম বর্ষ ১ম সেমিস্টারে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাসসমূহ আগামী ১১ আগস্ট (সোমবার) থেকে শুরু হবে।
ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, ” ইসলামী বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের পদবার এ মুখরিত হবে ইবি ক্যাম্পাস।আগামীকাল থেকে গুচ্ছ সহ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের শ্রেণী কার্যক্রম শুরু হচ্ছে। প্রায় ২৫০০ শিক্ষার্থীদের ক্যাম্পাস যাত্রা শুরু হতে যাচ্ছে । গুচ্ছ ভর্তি পরীক্ষায় একটু দেরিতে হওয়ার পরেও, আমরা শ্রেণী কার্যক্রম খুব দ্রুতই শুরু হচ্ছে। আমাদের ভর্তি কার্যক্রম খুব সুস্থভাবে সম্পন্ন হয়েছে।
তিনি আরো বলেন, ” ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে প্রত্যেক অনুষদ ভিত্তিক একাডেমিক ক্যালেন্ডার করা হয়েছে। যাতে অনুচ্ছেদের প্রত্যেক ডিপার্টমেন্ট একই গতিতে একাডেমিক কার্যক্রম চলে।আমরা আশা করি প্রত্যেকটা বিভাগের সেশন জট নিরোশন হবে। “
ইবি/মাওয়াজুর রহমান