জাবির চারুকলা বিভাগের সভাপতির বিরুদ্ধে শিক্ষার্থীকে হুমকি প্রদানের অভিযোগ

Site Favicon প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৫ ২১:৩৭
A+A-
Reset

অনিয়মের বিরুদ্ধে কথা বলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সভাপতি শামীম রেজার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন ওই বিভাগের এক শিক্ষার্থী।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বরাবর লিখিত অভিযোগপত্র জমা দেন চারুকলা বিভাগের ৪৮ তম আবর্তনের শিক্ষার্থী মাহমু্দুর রহমান।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, চারুকলা বিভাগের ৪৯ তম ব্যাচের পরীক্ষার ৬ মাস পেরিয়ে যাওয়ার পরেও যখন ফলাফল প্রকাশ হচ্ছিল না তখন ২ টি সংবাদমাধ্যমে এই অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদন গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হয়, তখন সেখানে তিনি বিভাগের এসব অনিয়ম নিয়ে হতাশা প্রকাশ করি।
ওই ঘটনার পর ৪৮ ব্যাচের একদল শিক্ষার্থী মাস্টার্সে ভর্তির ব্যাপারে চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীম রেজার সাথে দেখা করতে যান। সেখানে সভাপতি  তাদের মাস্টার্সে ভর্তির বিষয়ে জানতে চান। এসময় অধ্যাপক শামীম রেজা ওই শিক্ষার্থীদের বলেন, “সবাই ভর্তি হলেও মাহমুদুর রহমান (শিমুল) ভর্তি হতে চাইলেও, তাকে আমি ভর্তি হতে দিবো না।”

অভিযোগপত্রে মাহমুদুর বলেন, ‘আমাকে উদ্দেশ্য করে স্যারের এমন ব্যাক্তিগত আক্রোশে আমি মাস্টার্সে ভর্তি ও অর্নাস ফাইনালের ফলাফল নিয়ে শঙ্কিত। এমতাবস্থায়, আমার মাস্টার্স ভর্তি ও ফলাফলে যেনো কোন প্রভাব না পড়ে, এই বিষয়ে আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহযোগিতা কামনা করছি এবং এমন ব্যাক্তিগত আক্রোশের সুষ্ঠু বিচার দাবি করছি।’

Top Selling Multipurpose WP Theme

এ বিষয়ে চারুকলা বিভাগের সভাপতি শামীম রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কাউকে হুমকি দেইনি। আমি যখন হুমকি দিয়েছি তখন কি ও সরাসরি আমার রুমে ছিলো? সে নিজে শুনেছে? সে যেহেতু অভিযোগ দিয়েছে সে প্রমাণ করুক। আমার তো নিজের সাফাই গাইতে হবে। আমি এমন কিছু বলিনি কিন্তু অনেকে বলছে আমার বিরুদ্ধে, এখন আমি আর কি করব।

আপনার পছন্দ হতে পারে