ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মৃত্যুর ঘটনার সুষ্ঠ তদন্ত, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ ও ছাত্রসংসদ (ইকসু) গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্র শিবির।
রোববার (২আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে প্রধান ফটকে গিয়ে সমাবেশ করে।
সমাবেশে শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, দীর্ঘ সময় থেকে বিভিন্ন ছাত্র সংগঠন, সাধারণ শিক্ষার্থী ইকসু গঠনে দাবি দিয়ে আসছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনের দোহাই দিয়ে ইকসু গঠনের কোন পদক্ষেপ নেয় নি।কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ের আনেক পরে প্রতিষ্ঠিত শাবিপ্রবি, যবিপ্রবি, হাবিপ্রবি ছাত্র সংসদ গঠন করেছে। তারা জুলাই বিপ্লবের সম্মান রেখেছে।
তিনি আরো বলেন, “জুলাই বিপ্লবের এক বছরে এখনো বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্য সংস্কার চেখে পড়েনি। আমরা ভেবেছিলাম জুলাইয়ের পরে আমাদের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, আমরা কথা বলার অধিকার পাবো, সনদপত্র তুলতে ভোগান্তি হবে না, চিকিৎসা কেন্দ্র সংস্কার হবে, ক্যাম্পাস ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হবে, গুম হওয়া ওয়ালীউল্লাহ-মুকাদ্দাস ভাইকে ফেরত পাবো। কিন্তু এখন পর্যন্ত প্রশাসন কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে পারেনি।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির ইবি শাখার সভাপতি মাহমুদুল হাসান, সেক্রেটারি ইউসুফ আলীসহ তাদের নেতা কর্মীরা।
এ সময় সংগঠনটির সেক্রেটারি ইউসুফ আলী বলেন, ” এখনো ফ্যাসিবাদ মাথা ছাড়া দেওয়ার চেষ্টা করতেছে।শিক্ষার্থীদের অধিকার আদায় হয়নি বরং আমরা দেখেছি পুকুরে আমার ভাইয়ের লাশ পড়ে থাকতে। প্রশাসনকে বলে দিতে চাই তালবাহানা না করে সময় থাকতে সাবধান হোন। ক্যাম্পাস সংস্কার করুন তা না হলে ছাত্রশিবির ছাত্রদেরকে নিয়ে আপনাদের মসনাদ তছনছ করে দেবে।
ইবি/মাওয়াজুর রহমান