জুলাই পুনর্জাগরণ প্রীতি ফুটবল ম্যাচে জয়ী বরিশাল বিশ্ববিদ্যালয় 

Site Favicon প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫ ১৯:০৬
A+A-
Reset

জুলাই পুনর্জাগরণ ২০২৫ উপলক্ষে বরিশাল বিভাগীয় সরকারী শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে জয়ী  হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় ফুটবল একাদশ৷

শনিবার (২৬ জুলাই) বরিশাল বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠ প্রাঙ্গনে বিকাল সাড়ে চারটায় খেলা শুরু হয়৷ বরিশাল বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজ একাদশ বনাম বরিশাল বিশ্ববিদ্যালয় একাদশের মাঝে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়৷ খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম৷
বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজের প্রতিষ্ঠান প্রধান মো. রুবেল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের  সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মঞ্জুর আহমেদ, ইরফান হোসেন, বন্দর থানার ওসি মো. রফিকুল ইসলাম৷ অনুষ্ঠানে বক্তারা বলেন, “খেলাধুলা শুধু শরীর গঠনের মাধ্যম নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দলগত কাজের মনোভাব ও নেতৃত্ব গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের মেধা বিকাশে খেলাধুলার বিকল্প নেই৷”

খেলায় বরিশাল বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজ একাদশকে ৩-১ গোলে হারিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় একাদশ জয়ী হয়৷ পরে  ম্যাচ শেষে অতিথিবৃন্দরা বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ববি/ফখরুল ইসলাম ফাহাদ

Top Selling Multipurpose WP Theme

আপনার পছন্দ হতে পারে