ববিতে অবকাঠামোগত উন্নয়ন, আয়তন বৃদ্ধি এবং পর্যাপ্ত পরিবহনের দাবি

Site Favicon প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫ ১৬:৫৯
A+A-
Reset

বরিশাল বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে অবকাঠামোগত উন্নয়ন, আয়তন বৃদ্ধি এবং নিরাপদ ও পর্যাপ্ত পরিবহনের তিন দফা দাবিতে নিয়ে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ২০১১ সালে প্রতিষ্ঠিত হলেও অবকাঠামোগত সংকট ও শিক্ষক সংকট এখনো কাটিয়ে উঠতে পারেনি। এতে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ও আবাসন সংকট দিনে দিনে চরম আকার ধারণ করছে। আমরা বারবার সংকট নিয়ে দাবি তুললেও বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ রাষ্ট্র আমাদের কথায় কর্ণপাত করেনি। এজন্য বাধ্য হয়ে আমরা মানববন্ধনে নেমেছি। আমাদের দাবি মেনে দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়া হবে।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, “একটা বিশ্ববিদ্যালয় হতে যা যা প্রয়োজন, তার ন্যূনতম কিছুই নেই। আমরা যদি অভিযোগের কথা লিখতে থাকি, কাগজের পাতা শেষ হয়ে যাবে, তবু অভিযোগ শেষ হবে না। যদি আমাদের এই দাবি মেনে না নেওয়া হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যাব।”

রসায়ন বিভাগের শিক্ষার্থী আবু বকর বলেন, “আজকের আমাদের দাবি ভিসি-বিরোধী না, প্রশাসন-বিরোধী না আজকের দাবি আমাদের অধিকার আদায়ের। আমাদের পর্যাপ্ত পরিবহন লাগবে, জমি অধিগ্রহণ করতে হবে। এক যুগ যাবৎ আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কোনো উন্নয়ন হচ্ছে না। আমাদের দাবি, আমাদের এই তিন দফা পূরণ হোক।”

Top Selling Multipurpose WP Theme

উল্লেখ্য, গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এ বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় উপস্থাপিত দাবি থেকে এই তিনটি দাবি সবার সম্মতি লাভ করে।

ববি/ফখরুল ইসলাম ফাহাদ

আপনার পছন্দ হতে পারে