শেখ হাসিনার মতো মনস্টারকে হটিয়েছে এদেশের সোনালি প্রজন্ম: প্রেস সচিব

Site Favicon প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫ ১৭:১৮
A+A-
Reset

শেখ হাসিনার মতো মনস্টারকে হটিয়েছে এদেশের সোনালি প্রজন্ম বলে মন্তব্য করেছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) টেডএক্সের একটি প্রোগ্রামে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ময়নামতি অডিটোরিয়ামে একথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, ‘শেখ হাসিনার মতো মনস্টারকে হটিয়েছে এদেশের সোনালি প্রজন্ম। সোনালি প্রজন্ম এজন্য বলছি, কারণ আমরা প্রাপ্ত বয়স্করা কিন্তু পারিনি। তাদের ভাষা গুলো কিন্তু খুব বেশি আক্রমণাত্মক ছিল না। এই যেমন: ‘নাটক কম করো পিও’। তারা চেয়েছিল সংস্কার, তারা দেয়ালে লিখেছে এবং সেটা করে দেখিয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিগত বছরে সরকার স্বৈরাচারী হয়েছিল আয়নাঘরের মাধ্যমে। বিরোধী মত দমনে আয়নাঘরে পাঠিয়ে দিত। আমরা চাই না আর কোনো আয়না ঘর তৈরি হোক। ভবিষ্যতে আর যেন কোনো আয়নাঘর তৈরি না হয়।’
‘একাত্তর এবং জুলাইয়ের পরেও আমাদের সমস্যা হলো দারিদ্রতা। ড. ইউনূস সরকারের লক্ষ্য হলো দারিদ্র্যকে মিউজিয়ামে পাঠানো। আমরা সে লক্ষ্যে কাজ করছি।’ বলেন তিনি।

Top Selling Multipurpose WP Theme

নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘একদিনও নির্বাচন পেছাবে না। প্রফেসর ইউনূস নির্বাচনের জন্য যে সময় ঘোষণা করেছেন, সে সময়েই হবে এবং ‘ওয়ান অব দ্য বেস্ট নির্বাচন’ হবে। বৃষ্টির মৌসুম শেষে দেখবেন নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু হবে।’
গোপালগঞ্জের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘গোপালগঞ্জ দেশের বাইরে নয়। আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে, আমরা চেষ্টা করছি।’
জুলাই ঘোষণাপত্র নিয়ে তিনি বলেন, ‘আমরা এখনো জানি না, চেষ্টা করছি। অন্যান্য দেশে এসব ব্যাপারে কয়েকবছর লেগে যায়। আমরা প্রতিদিনই এটা নিয়ে বসছি।’

আপনার পছন্দ হতে পারে