10
জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।
আজ শনিবার দুপুরে যোহজের নামাজের পর মসজিদে এ দোয়া ও মাহফিলের আয়োজন করেন তারা।
ওই দোয়া ও মিলাদ মহফিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক, যুগ্ম আহবায়ক হুমায়ুন হাবিব হিরণ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মেহেদি হাসান, যুগ্ম আহ্বায়ক মসিউর রহমান রোজেনসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।