রাবি মেডিকেল সেন্টারের নাম পালটে ‘নাপা সেন্টার’ দিলেন শিক্ষার্থীরা

Site Favicon প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫ ২২:২৮
A+A-
Reset

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেডিকেল সেন্টারের নামফলকে ‘নাপা সেন্টার’ লেখা ব্যানার ঝুলিয়ে চিকিৎসা সেবার অব্যবস্থাপনার প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৭জুলাই) বিক্ষোভ করেন তাঁরা।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার নাপা সেন্টার। এতে উন্নত চিকিৎসা নেই। বিপ্লবী প্রশাসন সংস্কারের নামে শিক্ষার্থীদের মুলা ঝুলিয়ে সময় পার করছেন। ফাঁকা বুলিতে তারা শিক্ষার্থীদের সন্তুষ্ট রাখতে চায়। অবিলম্বে সমস্যা সংস্কারে পদক্ষেপ নেন, অন্যথায় দায়িত্ব ছেড়ে দেন।

এর আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী মৃত্যুর প্রতিবাদে দুপুর থেকে তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন ঘেরাও করে বিক্ষোভ করেন বিভাগের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো – মৃত শিক্ষার্থীর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান, ক্যাম্পাসে নিয়মিত মশক নিধন কর্মসূচি বাস্তবায়ন ও বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্র সংস্কার করা।পরবর্তীতে বিশ্ববিদ্যালয় উপাচার্যক বরাবর স্মারক লিপি দেন তাঁরা।

Top Selling Multipurpose WP Theme

তাঁরা বলেন,  মৌমিতা গত কয়েদিন ধরে জ্বরসহ নানা সমস্যায় ভুগছিলেন। প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গেলে যথাযথ চিকিৎসা পাননি। ২৬ জুলাই অসুস্থ অবস্থায় গ্রামের বাসায় যায়। প্রচন্ড বমি করা অবস্থায় হাসপাতালে ভর্তি হলে সেখানেই মারা যান তিনি।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ খান বলেন, আমরা চিকিৎসা কেন্দ্রের সেবার মান বৃদ্ধি কাজ চলমান আছে। আরও কিভাবে এ সমস্যার সমাধান করা যায় সেটা নিয়ে আলোচনা চলছে।

উল্লেখ্য গতকাল বুধবার (১৬জুলাই) দুপুরে বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মৌমিতা জামান ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান।

রাবি/মাইনুল ইসলাম রাজু

Top Selling Multipurpose WP Theme

আপনার পছন্দ হতে পারে