গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে যে ‘উন্মত্ত পরিস্থিতির’ সৃষ্টি হয়েছে, তার দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গোপালগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ড ও সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছে সিপিবি। পাশাপাশি জানমালের নিরাপত্তা বিধানের দাবিও জানিয়েছে তারা।
আজ বৃহস্পতিবার সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের দেওয়া এক যৌথ বিবৃতিতে এ কথা বলা হয়েছে। বিবৃতিতে গতকাল বুধবার গোপালগঞ্জে হত্যাকাণ্ড এবং এনসিপির সমাবেশে হামলার নিন্দা জানানো হয়েছে।
এনসিপির সমাবেশ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে আওয়ামী লীগের হামলার নিন্দা জানিয়ে বিবৃতিতে সিপিবির নেতারা বলেন, সরকার এনসিপির সমাবেশের নিরাপত্তা বিধানে ব্যর্থ হয়েছে; বরং নিরাপত্তা বাহিনীর গুলিতে কয়েকজন মানুষ নিহত হয়েছেন। চব্বিশের গণ-অভ্যুত্থানের পর এ ধরনের হামলা ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড একেবারেই অপ্রত্যাশিত এবং চব্বিশের আকাঙ্ক্ষার সম্পূর্ণ পরিপন্থী। সরকারের দায়িত্বহীনতা গণতন্ত্রের পথে বাংলাদেশের নবযাত্রাকে ব্যাহত করতে পারে।
রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ এবং পরাজিত ফ্যাসিস্ট ও প্রতিক্রিয়াশীল শক্তির নানা উসকানি, ষড়যন্ত্র সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সিপিবি।