প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে। আতিউল ইসলাম পরিচালিত আসন্ন ছবি ‘বানসারা’-তে গৌরিকা দেবীর চরিত্রে হাজির হবেন অভিনেত্রী। তার বিপরীতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন বনি সেনগুপ্ত।
সিনেমার বড় অংশের শুটিং হয়েছে কলকাতা শহর থেকে অনেকটা দূরে, পুরুলিয়ার একটি পাহাড়ঘেরা গ্রামে। ১২ দিনের টানা শুটিং শিডিউলে অপরাজিতার অভিজ্ঞতা ছিল চরম ঠান্ডার মধ্যে কষ্টকর হলেও রোমাঞ্চকর।
শুটিং প্রসঙ্গে তিনি বলেন, “যেখানে শুটিং করতে গিয়েছিলাম, সেখানে কোনো নেটওয়ার্ক ছিল না। ফলে কেউ বিরক্ত করতে পারেনি, এটা বেশ ভালো লেগেছে। তবে ওখানে প্রচণ্ড ঠান্ডা ছিল, সবাই কার্যত জমে যাচ্ছিল। অনেকেই কম্বল জড়িয়ে শুটিং করছিল, আর আমি পাতলা শাড়ি পরে পানিতে ভিজে প্রত্যেকটা দিন রাতভর শুটিং করেছি। মজাই হয়েছে।”