জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলচ্চিত্র বিষয়ক নতুন সংগঠন থার্মোকল-এর আত্মপ্রকাশ হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির (জাবিসাস) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সদস্যরা।
সদ্য গঠিত এ সংগঠনের আহবায়ক হিসেবে রয়েছেন মোস্তফা নাবিল এবং মুখপাত্র হিসেবে রয়েছেন ঐশ্বর্য্য বাগচী। এছাড়া নির্বাহী পর্ষদে রয়েছেন মানজুর আল হাসান, সুলতান মাহমুদ রাজ, আবিদা আক্তার তিশা, মারুফ হোসেন এবং নাজমুস সাকিব।
কমিটির কাউন্সেলর বোর্ডে রয়েছেন রাইদ হাসান, তাশফিয়া রশিদ, খন্দকার ইফতেখার আহমেদ।
নবগঠিত সংগঠনটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম, প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মিজানুর রহমান এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম।
নবগঠিত কমিটির আহবায়ক নাবিল মোস্তফা জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং চর্চা ও চেতনা ছড়িয়ে দিতে এ সংগঠনটি প্রতিষ্ঠিত করা হয়েছে। এই সংগঠনের দাপ্তরিক নাম হবে থার্মোকল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যায়, যা সংক্ষেপে থার্মোকল নামে পরিচিত।