তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিনাদে  ইউট্যাব কুবি ইউনিটের নিন্দা

Site Favicon প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫ ১৮:২৩
A+A-
Reset

সম্প্রতি দেশব্যাপী হত্যা, খুন ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা এবং পরিকল্পিতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ তুলে সেটির প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ইউনিট।

সোমবার (১৪ জুলাই) ইউট্যাব, কুবি ইউনিটের সভাপতি অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলাল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহিন উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিন্দা জানায়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে একটা গোষ্ঠী হত্যা, খুন, ধর্ষণের মতো অপরাধ করে চলেছে। এমনকি গত ৯ জুলাই ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ নামের এক ব্যবসায়ীকে পৈশাচিকভাবে হত্যা করা হয়। এছাড়া গত ১০ জুলাই যুবদল নেতা মাহবুবুর রহমানকে হত্যা করা হয়। এসব ঘটনায় ইউট্যাব, কুবি মর্মাহত ও উদ্বিগ্ন।

এছাড়া আরও উল্লেখ করা হয়, এসব ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির উপর সুপরিকল্পিতভাবে দায় চাপানো হচ্ছে। সন্ত্রাসী যে হোক সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুততম সময়ে বিচারের দাবি জানায় সংস্থাটি।

Top Selling Multipurpose WP Theme

ইউট্যাব কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিটের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহিন উদ্দিন বলেন, ‘যেকোনো ধরনের ইস্যু ঘটলেই যে বিএনপির ওপর দায় চাপিয়ে দেওয়া হয় এবং তারেক রহমানকে ঘিরে সামাজিক মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ছড়িয়ে দেওয়া হয়; সচেতন মহল হিসেবে আমরা এটির সমালোচনা করছি এবং সকল হত্যা, খুন, নৈরাজ্যের বিচার দাবি করছি।’

আপনার পছন্দ হতে পারে