খুলনার খানজাহান আলী থানাধীন আফিল গেট এলাকায় ট্রেন ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। সোমবার (১৪ জুলাই) রাত সোয়া ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং দেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, একটি ট্রাক রেললাইন অতিক্রমের সময় স্টার্ট বন্ধ হয়ে লাইনের ওপর আটকে পড়ে। ঠিক সেই সময় মহানন্দা এক্সপ্রেস ট্রেন ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হয় এবং যাত্রীদের অনেকে আহত হন।
খুলনা রেলওয়ে থানার ওসি ফেরদৌস আলম খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। আর খানজাহান আলী থানার ওসি কবির হোসেন জানান, এক বৃদ্ধ ব্যক্তি গুরুতর আহত হন এবং খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার মধ্যে অন্তত পাঁচ-ছয়জনকে ভর্তি করা হয়, যাদের মধ্যে একজন নিহত হয়েছেন।
রেল কর্তৃপক্ষ দুর্ঘটনা তদন্ত ও উদ্ধার কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।