কাঁচা মরিচের কেজি সাড়ে ৩০০ টাকা, সবজির বাজারেও আগুন

Site Favicon প্রকাশিত: ১১ জুলাই ২০২৫ ২১:১২
A+A-
Reset

রাজধানীর বাজারে ফের চড়া কাঁচা মরিচের দাম। কয়েকদিন আগেও যেটি ছিল ৮০ থেকে ১২০ টাকা, এখন সেটিই মানভেদে বিক্রি হচ্ছে প্রতি তেজি ৩০০ টাকায়। টানা বৃষ্টিতে সরবরাহ কমে যাওয়ায় এই অস্বাভাবিক দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

শুক্রবার (১১ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে কাঁচা মরিচের এমন অস্বাভাবিক দামের এমন চিত্র দেখা গেছে। আগে যেখানে খুচরা দোকানীরা ১৫/২০ কেজি করে কাঁচা মরিচ পাইকারি কিনে এনে বিক্রি করত, এখন অতিরিক্ত দামের কারণে সেই খুচরা বিক্রেতাই মাত্র ৩/৫ কেজি মরিচ এনে বিক্রি করছে।

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মালিবাগ বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী সাজেদুর রহমান। তিনি বলেন, সবজির দাম বেড়েছে সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচা মরিচের। প্রতি কেজি বিক্রি হচ্ছে সাড়ে ৩০০ থেকে ৪০০ টাকায়। দীর্ঘদিন কাঁচা মরিচের এমন উচ্চ মূল্য দেখিনি। আজকের বাজারে ২৫০ গ্রাম কাঁচা মরিচ কিনলাম ১০০ টাকা দিয়ে। যেখানে কয়েকদিন আগেই আড়াইশো কাঁচা মরিচের দাম ছিল ৩০ টাকা।

কাঁচা মরিচের বাড়তি দাম বিষয়ে রামপুরা এলাকার সবজি বিক্রেতা মাসুম আলম বলেন, বৃষ্টি শুরু হওয়ার আগে প্রতি কেজি কাঁচামরিচ ছিল ৮০ থেকে ১২০ টাকা, সেই কাঁচামরিচ আজকে বিক্রি করছি প্রতি কেজি ৩৫০ থেকে ৪০০ টাকায়। মূলত টানা কয়েকদিন বৃষ্টির কারণে বাজারে কাঁচা মরিচ সরবরাহ অনেক কমে গেছে। সে কারণে দাম হঠাৎ করেই বেড়ে গেছে।

Top Selling Multipurpose WP Theme

মহাখালীর সবজি বিক্রেতা মাসুদ রানা বলেন, আগে অন্যান্য সবজির সঙ্গে ১৫-২০ কেজি করে কাঁচা মরিচ এনে বিক্রি করতাম। কিন্তু গত দুইদিন ধরে অতিরিক্ত কাঁচা মরিচের দাম যাচ্ছে। গতকাল খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৩০০ টাকায়, আজ সেটা আবার বেড়েছে। দাম এত বৃদ্ধি পাওয়ার কারণে সব বিক্রেতারা ২ কেজি ৫ কেজি করে কাঁচা মরিচ পাইকারি বাজার থেকে কিনে এনে এখানে বিক্রি করছে। দাম বাড়ার সঙ্গে সঙ্গে মরিচের বিক্রিও কমে গেছে আমাদের। তবে বৃষ্টি কমে গেলে মরিচের দাম আবারও কমে আসবে।

আপনার পছন্দ হতে পারে