ববিতে ১৭ জুলাই লীগ বহিষ্কার কর্মসূচি পালনের প্রস্তাব শিক্ষার্থীদের

Site Favicon প্রকাশিত: ১০ জুলাই ২০২৫ ১২:৫৬ আপডেট করা হয়েছে: ১০ জুলাই ২০২৫ ১২:৫৬
A+A-
Reset

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলার এক বছর পেরিয়ে গেলেও এখনও হয়নি বিচার। বরং অভিযুক্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। এমন পরিস্থিতিতে জুলাই গণ-অভ্যুত্থান মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৭ জুলাই ‘লীগ বহিষ্কার’ কর্মসূচি পালনের প্রস্তাব দিয়েছেন তারা।

গতকাল বুধবার (৯ জুলাই) বিকেল ৪টায় উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় শিক্ষার্থীদের পক্ষে এ প্রস্তাব দেন ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌরভ রায়। এছাড়াও মোট ১৩টি কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে: জুলাই ছাত্র জনতার বিজয় র‍্যালি ও বিজয় ভোজ, জুলাই অ্যাম্বাসেডর ও সম্মাননা প্রদান, শর্টফিল্ম, ভিডিও প্রদর্শনী, পোস্টার ও স্লোগান প্রতিযোগিতা, “জুলাই ৩৬” ভাবনা প্রতিযোগিতা, রচনা, কবিতা, চিত্রাঙ্কন ও গ্রাফিতি প্রতিযোগিতা, রিমেম্বারেন্স ভিডিও শেয়ার, শহিদ পরিবার ও আহতদের সম্মাননা (ক্রেস্ট প্রদান), “জুলাই কর্নার” উদ্বোধন, “জুলাই ৩৬” স্মৃতিফলক নির্মাণ, “জুলাই শহিদ দিবস” উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ, “সৈরাচার মুক্ত দিবস” উদযাপন।

ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌরভ রায় বলেন, “আমি জুলাই আন্দোলনের একজন আহত যোদ্ধা। আমাদের ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার কোনো বিচার হয়নি। তারা এখনও মুক্তভাবে ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। মাসব্যাপী আন্দোলন শুরু হোক ‘লীগ বহিষ্কার’ কর্মসূচির মাধ্যমে।” এ সময় তিনি আরও কয়েকটি প্রতিবাদী কর্মসূচির প্রস্তাবও দেন।

সভায় উপস্থিত ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, “ছাত্রলীগের বিচার না হওয়া আমাদের জন্য লজ্জাজনক। ১৭ জুলাই ‘ছাত্রলীগ বহিষ্কার’ কর্মসূচির মাধ্যমে আন্দোলনের নতুন অধ্যায় শুরু হোক।”

Top Selling Multipurpose WP Theme

শিক্ষার্থীরা অভিযোগ করেন, শুধুমাত্র ছাত্রলীগ নয়, বরং আন্দোলন দমনে পেছন থেকে ইন্ধনদাতা কিছু শিক্ষকেরও বিচার জরুরি। লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মোকাব্বেল শেখ বলেন, “আপনি (ভিসি) সকল শিক্ষক-শিক্ষার্থীদের ডেকেছেন, কিন্তু উপস্থিত হয়েছে হাতে গোনা কয়েকজন। এর মূল কারণ, প্রতিটি বিভাগে ফ্যাসিবাদের দোসররা বসে আছে। তারা চায় না জুলাই আন্দোলন সফল হোক। বিচার না হলে কোনো প্রোগ্রামই সফল হবে না।”

আইন বিভাগের শিক্ষার্থী মাইনুল ইসলাম বলেন, “বিচার ছাড়া আমরা কীভাবে আওয়ামী দোসর শিক্ষকদের সঙ্গে এক প্রোগ্রামে বসব?”

সভায় ববি উপাচার্য (অন্তর্বর্তীকালীন) অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম এ বিষয়ে কথা বলতে বিব্রতবোধ করেন। তিনি শিক্ষার্থীদের ‘টু দ্য পয়েন্ট’ অর্থাৎ মাসব্যাপী অনুষ্ঠানের কর্মসূচি নির্ধারণের বিষয়ে কথা বলার জন্য বলেন। পরে তার মতামত জানতে চাইলে তিনি এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

তবে জানতে চাইলে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. মুহসিন উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আগামী ১৮ জুলাই আমরা ‘লীগ বহিষ্কার’-এর ঘোষণা দেব। শিক্ষকদের বিষয়টি কিছুটা জটিল হলেও নীতিগতভাবে আমরা একমত হয়েছি।”

Top Selling Multipurpose WP Theme

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানের কর্মসূচি নির্ধারণের বিষয়ে ববি উপাচার্য (অন্তর্বর্তীকালীন) অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের ডাকা আলোচনা সভায় মাত্র ১২ জন শিক্ষক উপস্থিত ছিলেন। এদিকে উপস্থিত শিক্ষার্থীরা ফ্যাসিস্টের দোসর শিক্ষকদের সভায় আহ্বান করার অভিযোগ এনে সভাটি বর্জনের ঘোষণা দেন। পরে শিক্ষার্থীদের নিয়ে উপাচার্যের কার্যালয়ে আলাদা সভা করা হয়।

 

/ফখরুল ইসলাম ফাহাদ

আপনার পছন্দ হতে পারে