ইবিতে জুলাই স্মৃতিস্মারক প্রকাশের উদ্যোগ, লেখা আহ্বান

Site Favicon প্রকাশিত: ১১ জুলাই ২০২৫ ০৪:৩৭ আপডেট করা হয়েছে: ১১ জুলাই ২০২৫ ০৪:৪৪
A+A-
Reset

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের ‘জুলাইয়ের স্মৃতিকথা’ স্মারকে লেখা পাঠানোর আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (৯ জুলাই) জুলাই স্মৃতিকথা স্মারক সম্পাদনা পর্ষদের সম্পাদক এবং চারুকলা বিভাগের সভাপতি ড. কামরুল হাসানের স্বাক্ষরিত চিঠিতে এ আহ্বান জানানো হয়।

চিঠি অনুযায়ী, জুলাই বিপ্লব ২০২৪ এর ১ম বর্ষপূর্তি উপলক্ষ্যে স্মৃতিস্মারক প্রকাশের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই আগামী ১৫ জুলাইের মধ্যে স্মারকে শিক্ষার্থীদের লেখা পাঠানোর জন্য বলা হয়েছে। লেখা পাঠানোর ঠিকানা ০১৭১৮৩৯৪১১৩, ০১৭৫৯৯৮৫৫৫০ (হোয়াটসঅ্যাপ) এবং ইমেইল- drkamrulhasan014@gmail.com।

জুলাই স্মৃতিকথা স্মারক সম্পাদনা পর্ষদের সম্পাদক জানান, ‘জুলাই বিপ্লবের ১ বছর পূর্ণ হতে চলছে, আগামী ৫ আগস্ট জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উদযাপন হবে। এরই ধারাবাহিকতায় “জুলাই স্মৃতিকথা” এর উপরে স্মরণিকা প্রকাশের আয়োজন করা হয়েছে। এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী, কর্মকর্তা, প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থী সকলের লেখার সুযোগ থাকবে। বিশেষ করে যারা জুলাইয়ের আন্দোলনকে ত্বরান্বিত করতে, জীবনের ঝুঁকি নিয়ে রাতদিন পরিশ্রম করছে তাদের স্মৃতিকথার লেখা চাই।’

আপনার পছন্দ হতে পারে