জুলাই শহীদদের স্মরণে ইবি ছাত্রদলের বৃক্ষরোপণ

Site Favicon প্রকাশিত: ০৯ জুলাই ২০২৫ ১৯:৫৬ আপডেট করা হয়েছে: ০৯ জুলাই ২০২৫ ১৯:৫৬
A+A-
Reset

সলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্টহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) সকাল ১১:৩০ এ বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে বৃক্ষ রোপণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ ও রোকন উদ্দিন, সদস্য রাফিজ আহমেদ, নূর উদ্দিন, রুকনুজ্জামান, রাকিব হাসান সাক্ষর, তৌফিক, আল-আমিন সহ আরো অনেকে। এসময় তারা নিম, কদবেল, লটকন, আমড়া ও আম গাছসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করেন।

আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, “জুলাই-আগস্টে স্বৈরাচার শেখ হাসিনা মুক্তিকামী ছাত্র-জনতার ওপর যে গণহত্যা চালিয়েছিল, শহীদদের স্মরণে এই কর্মসূচি হাতে নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের লেকপাড়ে একটি বাগান তৈরির পাশাপাশি পুরো ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পরিচালিত হবে। জিয়া ট্রি রোপণের মধ্য দিয়ে আজকের কার্যক্রম শুরু করেছি।”
তিনি আরও বলেন, “আমরা একটি নিরাপদ ক্যাম্পাস, নিরাপদ জনজীবন এবং মানবিক মর্যাদার বাংলাদেশ চাই। সকলে মিলে শহীদদের চেতনাকে ধারণ করে সামনে এগিয়ে যেতে চাই।”

আপনার পছন্দ হতে পারে