শাকিবের বিপরীতে ভারতীয় নায়িকা কেন, প্রশ্ন তুললেন দীপা

Site Favicon প্রকাশিত: ০৭ জুলাই ২০২৫ ১৯:০৪
A+A-
Reset

বরাবরই দুই ঈদে নতুন সিনেমা নিয়ে হাজির হন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। আগামী ২০২৬ সালের ঈদুল ফিতরের একটি সিনেমায় কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সেই সিনেমাটি নির্মাণ করবেন আবু হায়াত মাহমুদ। যদিও সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি।

জানা গেছে, গত বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে শাকিব খানের সঙ্গে এই সিনেমার চুক্তি স্বাক্ষর হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ছবির নির্মাতা আবু হায়াত মাহমুদ খবরটি জানিয়েছেন।

এর মাঝে একটি ভুয়ো ফটো কার্ড ছড়িয়ে পড়েছে। যেখানে বলা হয়, এই ছবিতে শাকিবের বিপরীতে দেখা যাবে ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকারকে। যা নিয়ে বেশ আলোচনা-সমালোচা হচ্ছে নেটিজেনদের মাঝে।

ভুয়ো ফটো কার্ডে দেখা যায়, ‘পিচ্চি হান্নান’ চরিত্রে মোশাররফ করিম, ‘কালা জাহাঙ্গীর’ চরিত্রে শাকিব খান, আর প্রধান নারী চরিত্রে মধুমিতা রয়েছে।

Top Selling Multipurpose WP Theme

এদিকে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার সেই ফটো কার্ড শেয়ার করে পরিচালকে ট্যাগ করে লিখেছেন, ‘এটা কি কো- প্রোডাকশনের মুভি? যদি শুধু বাংলাদেশের সিনেমা হয় তাহলে ফিমেল লিড রোল করার মতো কোনো শিল্পী কি আমাদের দেশে নেই? কেন এমন কাষ্টিং হচ্ছে?’

পোস্টের কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘বাংলাদেশের এত সুন্দর সুন্দর নায়িকা থাকতে, কলকাতার অচল সিরিয়ালের মেয়ে গুলারে তুলে নিয়ে আসে, বিদ্দা সিনহা মিম! পুজা চেরী! নুসরাত ফারিয়া! মন্দিরা চক্রবর্তী – তুশি! আরও অনেক আছে এই নায়িকা গুলো বেকার, কত সুন্দর তারা অভিনয় এ দক্ষতা ও ভালো।’ আরেকজনের কথায়, ‘একমত তবে মধুমিতা কেন? কলকাতায় বা বাংলাদেশে কি আর ভাল অভিনেত্রী নেই?’

আপনার পছন্দ হতে পারে